FE43DF93-13CD-493E-BEF2-A77A9E7D6926 Copenhagen Consensus Center Logo
Copenhagen Consensus Center

বাংলাদেশের জন্য তিনটি শীর্ষ অগ্রাধিকার: টিবি, শিশু পুষ্টি, ই-গভর্নমেন্ট

ঢাকা, বাংলাদেশ - একজন নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদসহ একটি বিশেষজ্ঞ পরিষদ এবং বাংলাদেশী অর্থনৈতিক বিশেষজ্ঞগণ আজ বিনিয়োগের ক্ষেত্রে একটি অগ্রাধিকারের তালিকা ঘোষণা করেছেন যা বাংলাদেশের জন্য অবিশ্বাস্যরকম লাভজনক হ...

    বাংলায়

    প্রাসঙ্গিক প্রবন্ধসমূহ   

    একটি আসন্ন সিরিজে, যেটি ডেইলি স্টার এবং প্রথম আলোতে প্রকাশিত হবে, বিয়র্ন লোমবোর্গ ‘বাংলাদেশের অগ্রাধিকারসমূহ’ প্রকল্প দ্বারা রুপায়িত বেশির ভাগ বিস্তারিত এবং উদ্ভাবনীমূলক গবেষণা সম্পর্কে মন্তব্য করবেন, যা আমাদের সবাইকে বাংলাদেশের জন্য সর্বোত্তম সমাধানগুলো খুঁজে বের করতে সাহায্য করবে।

    মে মাসে, যখন আমাদের সব গবেষণা প্রকাশিত হয়ে যাবে, তখন কোন পরিকল্পনাটি বাংলাদেশিদের উন্নতিতে সাহায্য করার ক্ষেত্রে সবচেয়ে বেশি অঙ্গীকারবদ্ধ, এবং সর্বাপেক্ষা কম খরচে, তা নিয়ে কঠিন কিন্তু ফলপ্রসূ আলোচনা করতে আমরা সবাই প্রস্তুত হব। সেই পর্যন্ত, বিয়র্ন লোমবোর্গের সাপ্তাহিক গবেষণার উপর সাম্প্রতিক প্রবন্ধসমূহ পড়ার জন্য প্রতি সপ্তাহে এখানে খোঁজ নিয়ে যান।

    বাংলাদেশের সুস্পষ্ট অগ্রাধিকার প্রয়োজনঅতিদারিদ্র্য বিমোচনের সংগ্রাম​অভ্যন্তরীণ বায়ুদূষণ রোধে উন্নত মানের চুলা​ঢাকার বায়ুদূষণ কমাতে উন্নত মানের ইটভাটা​অবকাঠামো গড়তে কর সংস্কার দরকার​ভূমিহীনদের মঙ্গা মোকাবিলাঅভিবাসন কীভাবে সমৃদ্ধি বয়ে আনতে পারেখর্বকায় শিশুর সাফল্য অর্জনে কিছু কৌশলপরিবহন অবকাঠামোর উন্নতি সুফল দেবেসহজ শর্তের ক্ষুদ্রঋণ ও সুযোগই-জিপি করদাতাদের অর্থ বাঁচাবেবাংলাদেশে অসংক্রামক রোগ মোকাবিলার সবচেয়ে কার্যকর উপায়স্বাস্থ্যবিষয়ক সর্বোত্তম কিছু সমাধানভূমির রেকর্ড ডিজিটাইজেশনের সুফলজলবায়ু পরিবর্তন: মোকাবিলার কার্যকর পথগুলোঢাকার যানজট মোকাবিলায় কার্যকর উপায়ঢাকার জন্য উন্নত সরকারি সেবামা ও শিশুর জন্য কৌশলগত পুষ্টি কর্মসূচিবাল্যবিবাহ রোধে সবচেয়ে কার্যকর উপায়বেশি মানুষের কাছে বিদ্যুৎ